উপলক্ষে

ব্যুরো নিউজ, ২৮ নভেম্বর: রাসপূর্ণিমা উপলক্ষে স্নান করতে এসে নদীতে তলিয়ে গেলো যুবক 

 

অন্যান্য বছরের মতো রাধাগোপীনাথের রাসযাত্রা উপলক্ষে সোমবার ভীমগড় অজয় ব্রীজ সংলগ্ন ভীমগড় অজয় ঘাটে হাজারো পুন্যার্থী স্নান করতে আসেন।

ভারতের পক্ষ নিয়ে বিপাকে চঞ্চল! হতে পারেন বয়কট!

সোমবার বীরভূম জেলার খয়রাশোল থানার কেন্দ্রগড়িয়া পঞ্চায়েত এলাকার অজয় নদীতে পশ্চিম বর্ধমান জেলার উখড়া সারদা পল্লীর চারজন বাসিন্দা সকাল সাতটার সময় অজয় নদে স্নান করতে নামলে চারজনই অজয় নদের জলে তলিয়ে যায়।

উপস্থিত অন্যান্য পূন্যার্থী ও স্থানীয়রা ৩ জনকে জল থেকে তুললেও মৃদুল বার্ণওয়াল নামে ১৪ বছরের যুবক অজয়ের জলে তলিয়ে যায়।

স্থানীয়রা উদ্ধার কাজে নামলেও সকাল দশটা পর্যন্ত উদ্ধার হয়নি অজয় নদীর জলে তলিয়ে যাওয়া যুবক।

 

পরবর্তীতে বীরভূমের সিউড়ী ও পশ্চিম বর্ধমান জেলার আসানসোল বিপর্যয় মোকাবিলা টিম সঙ্গে ডুবুরি সহ জোড়কদমে দুটি স্পিড বোট নিয়ে তল্লাশি চালালেও বিকেল ৪ টে পর্যন্ত তলিয়ে যাওয়া যুবককে উদ্ধার করা যায়নি। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর