রামকৃষ্ণ

ব্যুরো নিউজ, ১১ ডিসেম্বর: রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের ১২৫ বছর পূর্তিতে অন্তধর্মীয় সম্মেলন

রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের ১২৫ বছর পূর্তি। সেই উপলক্ষে সারা ভারতে ৬টি অন্তধর্মীয় সম্মেলন।

বকেয়া দিন, নয় গদি ছাড়ুন, মোদীকে হুঁশিয়ারি মমতার

পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র শ্রীমন্ত মহাপ্রভুর জন্মস্থান শ্রীধাম নবদ্বীপে অন্তধর্মীয় সম্মেলন হয়।  নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের পরিচালনায় স্থানীয় রবীন্দ্র সংস্কৃতি মঞ্চে দুদিনের এই সম্মেলন শুরু হয় শনিবার। মহাপ্রভু ও দিব্যত্রয়ীকে পুষ্পাঞ্জলি, বৈদিক মন্ত্রোচ্চারণ ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই সম্মেলনের শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা ও পৌরপতি বিমানকৃষ্ণ সাহা।

সারা ভারতের ৩টি রাজ্য এবং ১৬টি জেলা থেকে প্রায় ৯০০ অধ্যাত্মপিপাসু প্রতিনিধি ও অতিথি উপস্থিত ছিলেন এই ঐতিহাসিক মহাসম্মেলনে। উদ্বোধনী ভাষণ দিলেন বেলুড় মঠের সহ-সাধারণ সম্পাদক স্বামী বলভদ্রানন্দজী মহারাজ। বক্তব্য রাখেন বৃন্দাবনের রাধারমন মন্দিরের আচার্য্য ও ভগবত পন্ডিত শ্রীবৎস গোস্বামী।

সভাপতির আসন অলংকৃত করেন গোলপার্কের সম্পাদক এবং সুবক্তা স্বামী সুপর্ণানন্দজী মহারাজ। রামকৃষ্ণ মিশনের নবদ্বীপ শাখার সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দজী মহারাজ বলেন, রবিবার বৈষ্ণব ধর্ম, শাক্ত ধর্ম, শৈব ধর্ম এবং অচিন্ত্য ভেদাভেদ বাদের উপর আলোচনা করেন প্রাক্তন অধ্যাপক ব্রজকিশোর সাঁই (পুরী)। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর