ইভিএম নিউজ ব্যুর, ২৪ এপ্রিলঃ (Latest News)রাধাগোবিন্দপুর গ্রাম থেকে উদ্ধার তৃণমূল কর্মীর রক্তাক্ত ঝুলন্ত মৃতদেহ গত শনিবার রাধাগোবিন্দপুর গ্রাম থেকে রক্তাক্ত অবস্থায় এক তৃণমূল কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হল। জানা গেছে,  ওই তৃণমূল কর্মীর নাম  কৃষ্ণপদ মন্ডল, বয়স ২৫। তিনি কোরাকাটি ২৩০ নম্বর বুথের সক্রিয়  কর্মী ছিলেন।

পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের বাড়ি  উত্তর ২৪ পরগনার জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালি থানার কোরাকাটি গ্রামে। পেশায় ছিলেন ইলেকট্রিক মিস্ত্রি। গত রবিবার ১৬ই এপ্রিল, দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানার রাধাগোবিন্দপুরে কাজ দেওয়ার নাম করে তাকে নিয়ে যায় সোনারপুরের ঠিকাদার প্রণব মন্ডল। সোনারপুর থানার পুলিশই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

মৃত তৃণমূল কর্মীর স্ত্রী অনিতা মন্ডল জানান, এই ঘটনার পর ঠিকাদার ও বাড়ির মালিক তাদের সঙ্গে কোন যোগাযোগ করেনি। সেখানেই সন্দেহ দানা বাধে। তার স্বামীকে কাজ দেওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলেই অভিযোগ করা হয়েছে মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে। সঠিক তদন্ত করে এই ঘটনায় কারা যুক্ত আছে তা খুঁজে বের করে তাদের গ্রেফতারের দাবি জানিয়েছে মৃতার স্ত্রী ও পরিবারের সদস্যরা।

কোরাকাটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য রিতা মন্ডল বলেছেন,  কৃষ্ণপদ যে বাড়িতে ভাড়া থাকতো সেই  বাড়ির মালিক আমাকে ফোন করে জানায় তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে, ঘরে ভাত ছড়িয়ে রয়েছে । পঞ্চায়েত সদস্যাও এটিকে খুনের ঘটনা বলেই মনে করছেন। এদিকে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য চালিয়েছে কোরাকাটি গ্রামে। গ্রামবাসীরা দোষীদের অবিলম্বে গ্রেফতার  করে তাদের উপযুক্ত শাস্তির দাবী করেছেন। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর