রাজ্যে

ব্যুরো নিউজ, ৩০ অক্টোবর: রাজ্যে জাল লটারি গুদামের হদিশ!

চটজলদি অর্থলাভের আশায় প্রচুর মানুষ রোজ লটারি কাটেন। অবে এবার সাবধান! রাজ্যেই তৈরি হচ্ছে জাল লটারি!

কলকাতা হাইকোর্টে নতুন ৩ বিচারপতির নিয়োগ

জাল টাকার মতোই তৈরি হচ্ছে জাল লটারি। মেশিনের মাধ্যমে অবৈধ ভাবে জাল লটারি ছাপানোর অভিযোগ।

গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে মুর্শিদাবাদের ধুলিয়ান শিব মন্দির এলাকার এক গুদামে হানা দেয় সামশেরগঞ্জ থানার পুলিশ। উদ্ধার হয় জাল লটারি ছাপা মেশিন-সহ বেশ কয়েকটি জেরস্ক মেশিন। প্রচুর সংখ্যক জাল লটারিও উদ্ধার করে পুলিশ।

জাল লটারি, লটারি ছাপানোর সমস্ত যন্ত্রপাতি পুলিশ বাজেয়াপ্ত করেছে বলেও জানা গিয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। জাল লটারি কারবারে অভিযুক্তরা পলাতক। তবে অবৈধ লটারি চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না তার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা খবর, এই লটারি জালিয়াতির সঙ্গে যুক্ত রয়েছেন ঝাড়খণ্ডের এক ব্যক্তি। বিষয়টি নিয়ে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর