ব্যুরো নিউজ, ৩ নভেম্বর: রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য ভাঙরের ISF বিধায়কের

 

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা প্রসঙ্গে চাঞ্চল্যকর মন্তব্য করলেন ভাঙরের ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, ‘রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা তলানিতে চলে গিয়েছে। আমরা বারংবার বলেছি, সেই দাবিতে এবার শিলমোহর দিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী  নিজে জানান তার চিকিৎসা ভুল হয়েছে তবে তা শুধু কলকাতারই নয় বরং রাজ্যের সবথেকে বড় হাসপাতাল এসএসকেএম- এ। এর থেকে বোঝা যাচ্ছে মুখ্য মন্ত্রীর স্বাস্থ্য পরিসেবা নিয়ে যদি এই অভিযোগ আসে তবে সাধারন মানুষ সেখানে কিকরে সুরক্ষিত ভাবে সুচিকিৎসা করাবে, সাধারন মানুষের সাথে স্বাস্থের ক্ষেত্রে কি হচ্ছে সেইটা সহজেই বোঝা যাচ্ছে’।

রেশন দুর্নীতিকাণ্ডে বাকিবুরের ভুয়ো কৃষক সংগঠনের হদিশ

তিনি আরও বলেন, অনেক সময় অভিযোগ আসে স্বাস্থ্য পরিসেবা ঠিকঠাক না হওয়ার ফলে মানুষ মারা যায়, অনেক মানুষের অভিযোগ আসে অর্থের বিনিময়ে তাদের পরিসেবা প্রদান করা হয়। এমনকি আমরা এও দেখেছি যে আমাদের রাজ্যে ঠিকঠাক স্বাস্থ্য পরিসেবা না পাওয়ার জন্য মানুষ ভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছে। শুধুমাত্র নিল সাদা রঙ পরলে স্বাস্থের উন্নয়ন হয় না। স্বাস্থের মান উন্নয়ন করতে হলে পর্যাপ্ত পরিমান ডাক্তার, নার্স থেকে শুরু করে চিকিৎসার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো ঠিকঠাকভাবে দিতে হবে। কিন্তু দুঃখের বিষয় স্বাস্থ্য বাজেট বিশাল বড় হচ্ছে কিন্তু জনগনের জন্যে যা প্রয়োজন তা ঠিকমতো হচ্ছে না। 

নওশাদ বলেন, মফঃস্বল এলাকায় যদি কারো শরীর খারাপ হয় তাহলে তাকে পাঠিয়ে দেওয়া হয় কলকাতায়। আর সেইসব রুগি কলকাতায় আসলে কলকাতার হাসপাতালে বেড পাওয়া যায় না। হন্য হয়ে ঘুরতে হয় গ্রামের মানুষকে। হাসপাতালের স্বাস্থেরও মান উন্নয়ন করা দরকার। আর কলকাতায় যেইসব নামীদামী হাসপাতাল আছে সেইগুলোর ডাক্তার, নার্স থেকে শুরু করে চিকিৎসার জন্য প্রয়োজনীয় পরিকাঠামোর মান উন্নয়ন করতে হবে। তিনি মুখ্যমন্ত্রীর বিষয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানান। ইভিএম নিউজ  

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর