ব্যুরো নিউজ : রাজ্যকে ১৬০০ কোটি টাকা অনুদান। রাজ্যে আবাস যোজনা, মিড-ডে মিলের মত প্রকল্পে খরচের সঠিক হিসাব কেন্দ্রকে দিতে না পারা সত্ত্বেও পশ্চিমবঙ্গের গ্রামীণ উন্নয়নের জন্য ১৬০০ কোটি টাকা পাঠালো পঞ্চদশ অর্থ কমিশন।

কেন্দ্রীয় সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিশ্রুতি, উন্নয়নমূলক কাজে পাঠানো টাকার ৬০ শতাংশ এক বছরের মধ্যে খরচ করতে পারলে কেন্দ্রের পক্ষ থেকে বরাদ্দ আরও বাড়ানো হবে

প্রথম ধাপে ৬৫১ কোটি এবং দ্বিতীয় ধাপে ৬৯৬ কোটি টাকা রাজ্যকে পাঠিয়েছে কেন্দ্র। ইতিমধ্যেই রাজ্যজুড়ে পঞ্চায়েতের বোর্ড গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে এই অর্থ রাস্তার উন্নয়ন, নিকাশি, পানীয় জল সরবরাহ ইত্যাদি উন্নয়নমূলক কাজে ব্যবহার করতে পারবে রাজ্য সরকার।

বঙ্গ বিজেপির নেতারা ভোটের ময়দানে পেরে না উঠে মানুষের উন্নয়নের জন্য রাজ্যের প্রাপ্য টাকা আটকে রাখার জন্য কেন্দ্রকে চিঠি লিখছেন। এই অভিযোগ বারবার করতে শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রতিনিধিদের। কিন্তু পঞ্চায়েত ভোট সম্পন্ন হওয়ার পরেই ১৬০০ কোটি টাকা কেন্দ্রের তরফে রাজ্যে পাঠানোয় বঙ্গ বিজেপির নেতারাও তৃণমূলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মিথ্যে প্রচার করা হচ্ছে বলে আটঘাট বেঁধে প্রচারে নামতে চলেছে বলেই খবর। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর