ইভিএম নিউজ ব্যুরো, ১১ মেঃ (Latest News) দীর্ঘ ৫ বছর পর অবশেষে রাজেশ-তাপসের হত্যায় NIA তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

ঘটনার পাঁচ বছর পর অবশেষে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে দাড়িভিটকাণ্ডে  বিচার পেল নিহত রাজেশ সরকার ও তাপস বর্মণের পরিবার। দুই পড়ুয়ার মৃত্যুতে NIA তদন্তের এবং দুই পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় হাই কোর্ট। এর পাশাপাশি তদন্তে সিআইডির ভূমিকায় ক্ষোভ প্রকাশ করলেন বিচারপতি রাজাশেখর মান্থা।

২০১৮ সালের ২০শে সেপ্টেম্বর বাংলা বিষয়ে শিক্ষক নিয়োগের দাবিতে উত্তাল হয়ে উঠেছিল উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাড়িভিট হাইস্কুল। বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে বচসা ও ধস্তাধস্তি বাঁধে পড়ুয়াদের। সেসময় পুলিশের গুলিতে রাজেশ ও তাপসের মৃত্যু হয় বলে অভিযোগ। এই ঘটনায় দফায় দফায় বিক্ষোভ আন্দোলনে নামে প্রতিবেশীরা। আসরে নামে বিজেপিও। সিবিআই তদন্তের দাবিতে সোচ্চার হয় নিহতদের পরিবার। কিন্তু দীর্ঘ টালবাহানা ও নানা জটিলতার জেরে যথার্থ বিচার পাওয়া দুঃসাধ্য বলেই মনে হচ্ছিল নিহতদের পরিবারের।

বিচার একদিন হবেই, এই আশাতেই রাজেশ ও তাপসের মৃতদেহ সৎকার করা হয়নি। বাড়ির কাছেই সমাধিস্থ করে রেখেছিল পরিবার। কলকাতা হাই কোর্টের রায়ে স্বাভাবিকভাবেই খুশি দাড়িভিটের গ্রামবাসীরা। তাদের দাবি, এবার সঠিক বিচার হবে।

মৃত রাজেশের বাবা নীলকমল সরকার বলেন, ‘হাইকোর্টের এই সিদ্ধান্তে আমরা খুশি। এবার মনে হচ্ছে বিচার পাব। আশার আলো দেখা যাচ্ছে। সিআইডি তখন থেকে আমাদের পিছনে লেগেছিল। কীভাবে বিচার না হয়, সেই চেষ্টাই করা হচ্ছিল। যাঁরা তদন্ত করবে এখন তাঁরা বিষয়টি দেখবে। রাজ্য সরকারের তরফে আমরা কোনও ক্ষতিপূরণ পাইনি।’

মৃত তাপসের মা মঞ্জু বর্মণ বলেন, ‘আদালতের এই রায়ে আমি খুব খুশি। এবার মনে হচ্ছে আমি বিচার পাব। আমি আদালতের কাছে ক্ষতিপূরণ চাইনি। আমি চেয়েছিলাম যথাযথ তদন্ত হোক। চার বছর ধরে অপেক্ষা করে বসেছিলাম। আমার ছেলে ও রাজেশের মৃত্যুর জন্য যাঁরা দায়ী তাঁদের শাস্তি চাই। মনে হচ্ছে শাস্তি হবে। অবশেষে ভালো লাগছে।’

অন্য দিকে এই প্রসঙ্গে বুধবার রায়গঞ্জ জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী। সাংবাদিক সম্মেলনে তিনি বললেন,  এ রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী  পুরো ঘটনাটাই অস্বীকার করেছিলেন। তিনি এমনই একজন মুখ্যমন্ত্রী যিনি কি না নিহতর পরিবারের পাশে দাঁড়ায় নি।  কিন্তু নিহতদের নিয়ে রাজনীতি করার বেলায় দুবার ভাবেন নি। তিনি আরও জানান, প্রথম থেকেই সর্বভারতীয় বিজেপি দল নিহত পরিবারের পাশে ছিল আর যতক্ষণ না মূল অপরাধী ধরা পরছে ততক্ষণ পাশে থাকবে। এর পাশাপাশি কালিয়াগঞ্জ এর ঘটনা নিয়েও  মাননীয়া মুখ্যমন্ত্রী কে কটাক্ষ করে বলেন, তিনি সিবিয়াই তদন্তে ভয় পাচ্ছেন।

 

(EVM News) 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর