ব্যুরো নিউজ : রাজপথে যাদবপুর কাণ্ডের প্রতিবাদ। র্যাগিং এর জেরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর প্রতিবাদে রাজপথে নামলো বিজেপির যুব মোর্চার কর্মী-সমর্থকরা। শুক্রবার বিকেল ৪ টের সময় গোলপার্ক থেকে এই মিছিল শুরু হয়।
প্রথমে এই মিছিলে রুট ছিল যাদবপুর ৮বি বাস স্ট্যান্ড থেকে। তবে পুলিশ সেই মিছিলের পারমিশন না দেওয়ায়, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই মিছিল হয় গোলপার্ক থেকে।
মিছিলের সম্মুখভাগে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির আসানসলের বিধায়িকা অগ্নিমিত্রা পল, বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ। মিছিলে বিজেপি যুব মোর্চার একটাই স্লোগান – ‘যাদবপুর বাঁচাও’।
মিছিলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন – “Safe Jadavpur University”-এই স্লোগানকে সামনে রেখেই চলে BJYM-র মিছিল… ইভিএম নিউজ