রাজনীতি

লাবনী চৌধুরী, ২৫ অক্টোবর: রাজনীতির রঙে রণক্ষেত্র মালদা!

রণক্ষেত্র মালদা। বুধবার সকালেই কার্যত রণক্ষেত্রের চেহারা নিল মালদার চাঁচলের কলিগ্রাম অঞ্চলের প্রাণসাগর এলাকা। জানা যায়, ২ গোষ্ঠীর সংঘর্ষে জেরে উত্তপ্ত মালদার চাঁচলের প্রাণসাগর এলাকা।

দুর্দান্ত বিজনেস! শুরু করলেই মালামাল হয়ে যাবেন

তৃণমূল ও কংগ্রেস জোটের সংঘর্ষে উত্তপ্ত এলাকা। স্থানীয় তৃণমূল করমি সমর্থকদের অভিযোগ, কংগ্রেস জোটের কর্মীরা তাদের অপর মারধর করছে, ভয়ে বন্ধ এলাকার দোকান-পাঠ। আতঙ্কে দোকান বাজারে যেতে পারছেন না তারা। পুলিশকে জানিয়েও কোনও লাভ হচ্ছে না বলে অভিযোগ।

ঘটনায় পথ অবরোধ করলে পুলিশ তাদের অপর লাঠিচার্জ করে বলেও অভিযোগ। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর