সংকল্প দে, ১০ মেঃ (Latest News) রবি কিরণে দীপ্ত হয়ে উঠল পাহাড়

মঙ্গলবার দার্জিলিং পাহাড়ে অত্যন্ত শ্রদ্ধার সাথে পালিত হল রবীন্দ্র জয়ন্তীর নানা অনুষ্ঠান।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মদিবসে পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গার মত দার্জিলিং পাহাড়ের মংপুতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। গোটা আয়োজনটাই সুষ্ঠভাবে পরিচালনা করতে দেখা গেল। অনুষ্ঠানের আয়োজন করেছিল জিটিএ এর জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগ, দার্জিলিং ও  মহকুমা তথ্য ও সংস্কৃতি বিভাগের যৌথ প্রয়াসে।

অনুষ্ঠানে প্রথমে প্রদীপ প্রজ্জ্বলন করা হয় এবং তারপর কবিগুরুকে অন্ন প্রদানের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। এরপর ছিল কবিগুরুকে মাল্যদান এবং খাবার অর্পণ।  তার পরেই মংপুতে কবিগুরুর বাস ভবনেই সুন্দর একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  অনীত থাপা। এদিন তিনি বলেন, “মংপুর প্রতি অগাধ ভালবাসা ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। মংপুর আইকন তিনি। বাঙালি ও গোর্খা সমাজের মধ্যে তিনি যেন ছিলেন সেতু স্বরূপ”। এছারা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিটিএ মুখ্য সচিব এস পুনাবল্লম এবং জিটিএ মুখ্য উপদেষ্টা অমর লামা।

প্রসঙ্গত , ১৯৪০ সালে মংপুর বাসভবনেই শেষবার নিজের জন্মদিন পালন করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।

(EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর