অরূপ পাল, ১৬ ফ্রেব্রুয়ারিঃ ইডেনে রঞ্জি ট্রফির ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে ধরাশায়ী বাংলার ব্যাটসম্যানরা। বাংলার ইনিংস শেষ মাএ একশো চুয়াত্তর রানে। ইনিংসের শুরুতে সুমন গুপ্ত এক রানে, অভিমূন্য ঈশ্বরন শুন্য রানে প্যাভিলয়নে ফিরে যান। এরপর সুদীপ ঘরামী শুন্য রানে,অনুষ্ঠুপ মজুমদার ষোলো রানে আউট হন। এক সময় বাংলা সতেরো রানে চার উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে পড়ে। পঁয়ষট্টি রানে ছয় উইকেট থেকে বাংলার ইনিংস শেষ হয় একশো চুয়াত্তর রানে। অষ্টম উইকেটের জুটিতে শাহবাজ ও অভিষেক পোড়েল জুটি মূল্যবান একশো রান সংগ্রহ করেন। শাহবাজ আউট হন ঊনসত্তর রানে। সৌরাষ্ট্রের সফল বোলার অধিনায়ক জয়দেব উনাদকট এবং চেতন শাকরিয়া। দুজনেই সংগ্রহ করেন তিন টি করে উইকেট। চিরাগ জানি ও ধমেন্দ্র সিং পান দুটি করে উইকেট।