ব্যুরো নিউজ, ১৫ জানুয়ারি: রঞ্জি: দাপট কাইফের | ড্র হতে পারে ম্যাচ

প্রথম ইনিংসে বাংলার পেসারদের দাপটে মাত্র ৬০ রানে গুটিয়ে গিয়েছিল উত্তরপ্রদেশ। কিন্তু দ্বিতীয় ইনিংসে তাঁরা এখনো ৪ উইকেটে ১৭৮ রান করেছে। প্রথম ইনিংসে বাংলা ১৮৮ রান করায় এগিয়েছিল ১২৮ রানে। কিন্তু ১৭৮ রান করায় বাংলা পিছিয়ে আছে ৫০ রানে। দ্বিতীয় ইনিংসে বাংলার ব্যাটিং বাকি রয়েছে।
ট্রাফিক নিয়ন্ত্রণে AI-চালিত অ্যাপ চালু বেঙ্গালুরু পুলিশের

সোমবার খেলার যা গতি তাতে ড্র হওয়ার সম্ভাবনা বেশি। বাংলার পেসার মহম্মদ কাইফ এখনো পর্যন্ত ৩ টি উইকেট তুলেছে। ফলে কাইফের উপর ভরসা রাখছে মনোজ তিওারি। কানপুরে সবুজ ঘাসে ভরা উইকেট বাংলাকে প্রথম ইনিংসে জয়ের চিহ্ন দেখালেও দ্বিতীয় ইনিংসে উত্তরপ্রদেশ ৩০০ রানের কাছাকাছি পৌঁছালে চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে বাংলার হাতে জয় ছিনিয়ে নেওয়ার মতো সময় থাকবে না।

যদি দ্বিতীয় ইনিংসে উত্তরপ্রদেশ বোলাররা বাংলার ১০ জন ব্যাটসম্যানকে অতি সামান্য রানে অত্যান্ত কম সময়ে মুড়িয়ে দিতে পারে তবে উত্তরপ্রদেশ জিততে পারে। তবে সেই সম্ভাবনা একেবারে ক্ষীণ। ফলে ৩ পয়েন্ট পেয়েই বাংলার ফেরা নিশ্চিত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ইভিএম নিউজ



















