ইভিএম নিউজ ব্যুরো, ১৭ মার্চঃ “দুয়ার-বাহিরে যেমনি চাহিরে মনে হলো যেন চিনি, কবে, নিরুপমা, ওগো প্রিয়তমা, ছিলে লীলা-সঙ্গিনী?”_ মঙ্গলবার শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলার শুনানির সময় এই মামলারই অন্যতম অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখার্জিকে এজলাসের ভিতরে থাকা এলইডি স্ক্রিনের মাধ্যমে ভার্চুয়ালি হাজির করানো হলে যে প্রেম লীলার চিত্র দেখা গেল, তা মনে করিয়ে দেয় রবীন্দ্র নাথ ঠাকুরের লেখা ‘লীলা সঙ্গিনী’ কবিতার এই লাইনটিকে। ২০২২- এর জুলাই মাস থেকে জেল বন্দী রয়েছেন পার্থ-অর্পিতা দুজনেই। বেশ কয়েকটি ঋতু পেরিয়েছে। এসেছে বসন্তও। কিন্তু বন্দী পার্থর মন মজে আছে অর্পিতাতেই।
১৩ ই মার্চ মঙ্গলবার ঘড়িতে সময় তখন ঠিক বেলা ২ টো বেজে ৫০ মিনিট। বাসন্তী রঙের কুর্তি আর এলোমেলো ভেজা চুল নিয়ে স্ক্রিনে হাজির অর্পিতা। অতীতে ইডি-সিবিআইয়ের কাছে তাদের পরিচিতির কথা অস্বীকার করলেও লীলা-সঙ্গীকে দেখে কি আর আবেগকে চেপে রাখা যায়? তাও আবার এমন বেশে?
শুরুটা হয়েছিল দুষ্টু-মিষ্টি হাসি দিয়ে। কন্যাতুল্য অর্পিতার হাসিতেই সত্তরোর্ধ্ব শিক্ষামন্ত্রীর হৃদয়ে বেজে উঠলো বীণার সুর। ইশারাতেই দুজন দুজনকে জিজ্ঞাসা করেলেন যে খাওয়া- দাওয়া ঠিকঠাক করছেন কিনা। বজ্রকঠিন আঘাতকে ভুলে গিয়ে এরপরই শুরু হল দুজনের খুনসুটি। পার্থ জিভ ভেঙাতেই অর্পিতার মুখে ফুটে উঠলো বেদনা লুকোনো হাসি। পার্থর সঙ্গে দীর্ঘদিন দেখা না হওয়ায় অর্পিতার মন যে ক্লিষ্ট তা বুঝতে দেরি হয়নি প্রাক্তন শিক্ষামন্ত্রীর। তৎক্ষণাৎ অর্পিতাকে উদ্দেশ্য করে দেখান লাভ সাইন। আর তাতেই অর্পিতার মুখে ফিরে আসে লাজুক হাসি।
এই দিন প্রাক্তন তৃণমূল মহাসচিবের পছন্দের বেশেই দেখা গিয়েছিল বান্ধবী অর্পিতাকে। পার্থর ফ্রেঞ্চকাট দাড়ির প্রশংসা করার পাশাপাশি নিজের ঠোঁটে হাত দিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীর প্রতি উষ্ণতা প্রদান করতেও দেখা যায় অর্পিতাকে।
পার্থ- ঘনিষ্ঠ সূত্রের খবর, অর্পিতার সঙ্গে দীর্ঘ একযুগের সম্পর্ক হলেও স্ত্রীর মৃত্যুর পরে এই ঘনিষ্ঠটা আরও বৃদ্ধি পায়। এমনকি, পার্থর সন্তানের মা হতে চেয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে আবদারও না কি জানিয়েছিলেন অর্পিতা। এই প্রসঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রীর দাম্ভিকতা ও চৌর্যবৃত্তির পাশাপাশি মানসিক বিকৃতি রয়েছে, এমন কথাও বলতে শোনা গিয়েছিলো বিরোধীদের। আক্ষেপের সুরে তাঁরা বলেছিলেন, যেখানে হাজার হাজার যোগ্য কর্মপ্রার্থীরা রাস্তায় বসে চোখের জল ফেলছেন সেখানে অর্থের বিনিময়ে শিক্ষাকে বিক্রি করে প্রাক্তন শিক্ষামন্ত্রী অবলীলায় তার প্রেম পর্ব চালাচ্ছেন।
পার্থ-অর্পিতার এই ভার্চুয়াল প্রেম নিয়ে অর্পিতার মাকে জিজ্ঞাসা করলে সমগ্র পরিস্থিতি নিয়ে মুখ খুলতে না চাইলেও যথেষ্ট বিরক্তির সুরে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি বারো মাস ওষুধ খাই। আমার শরীর ভালো নেই ।আদালতে মামলা চলছে যা হওয়ার সেখানে হবে। আমার আর এসব ভালো লাগছে না।আমি কোনও মন্তব্য করতে চাই না। আইনজীবীদের সঙ্গে কথা হচ্ছে’।