ইভিএম নিউজ ব্যুরো, ১৯ মার্চঃ রবিবার ভোরে পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে বাংলাদেশের মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ইতিমধ্যে জানা গেছে ১৭  জনের প্রান হারিয়েছে এবং কমপক্ষে ৩০ জন আহত। সকাল থেকে উদ্ধার কাজ চলছে,হতাহতের সংখ্যা বাড়তে পারে।বহু মানুষ এর প্রাণ আটকে আছে এই দুর্ঘটনায় বাংলাদেশের হাহাকার পড়ে গেছে।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্তা ওসি আবু নাঈম মো মোফাজ্জেল হক জানিয়েছেন, রবিবার ভোর চারটে নাগাদ ফুলতলা থেকে রওনা হয়ে যাত্রীবাহী বাসটি সাড়ে সাতটা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। রেলিং ভেঙে সড়ক থেকে ডিগবাজি খেয়ে খাদে পড়ে গিয়ে বাসটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে ১৪জন কে মৃত অবস্থায় উদ্ধার করে।পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরো দুজনের মৃত্যু হয়।উদ্ধারকর্মী চন্দন রায় জানিয়েছেন, এই এক্সপ্রেসওয়েতে এর আগেও বাস প্রাইভেটকার,মাইক্রোবাস বারং বার দুর্ঘটনায় পড়েছে কিন্ত এত বড় ভয়াবহ দুর্ঘটনা এই রাস্তায় প্রথম।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর