ব্যুরো নিউজ, ২৪ অক্টোবর: যাত্রীবাহী ট্রেনের সাথে মালগাড়ির সংঘর্ষে মৃত কমপক্ষে ২৫
সোমবার ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটলো বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ৬০ কিমি দূরে কিশোরগঞ্জের ভৈরব জংশনে। জানা গিয়েছে, একটি যাত্রীবাহী ট্রেনের সাথে মালগাড়ির ধাক্কার ফলে এই দুর্ঘটনা ঘটে। এতে নিহত হন কমপক্ষে ২৫ জন। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। আহত শতাধিক যাত্রী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেল ৪টে নাগাদ কিশোরগঞ্জের ভৈরব জংশনে যাত্রীবাহী ট্রেনের পিছনে ধাক্কা মারে মালবাহী ট্রেনটি। মুহূর্তের মধ্যে যাত্রীবাহী ট্রেনের একাধিক কামরা লাইনচ্যুত হয়ে উল্টে যায়।
নবমীর সকালে বেহালায় যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
মালগাড়ির ধাক্কায় বিধ্বস্ত যাত্রীবাহী ট্রেনের দুটি বগি। বগিগুলি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। বগি দুটির ভেতরে আরও অনেক যাত্রী আটকে রয়েছেন বলেই মনে করা হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, মালবাহী ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। অপরদিকে, যাত্রাবাহী ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। ভৈরব রেলস্টেশনের ক্রসিংয়ের কাছে আসতেই দুর্ঘটনাটি ঘটে। বেশ কয়েকটি বগি ছিটকে পড়ে যায়। খবর পেয়ে আসে উদ্ধারকারী দল। সেইসঙ্গে স্থানীয়রাও উদ্ধার কাজে হাত লাগায়। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
অন্যদিকে, এই ট্রেন দুর্ঘটনার পরই ঢাকার সঙ্গে ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালিসহ বাংলাদেশের পূর্বাঞ্চলীয় রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। রেল আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে, রেল দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই আহতদের উদ্ধারের জন্য রিলিফ ট্রেন পাঠানো হয়। ইতিমধ্যেই এই মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি। দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোকপ্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইভিএম নিউজ