ব্যুরো নিউজ, ২৯ নভেম্বর: ম্যাক্সওয়েল ঝড়ে হার ভারতের
পর পর দুটি টি টোয়েন্টি ম্যাচে জিতেছিল ভারত। মঙ্গলবার তৃতীয় টি টোয়েন্টি জিতলে সিরিজ হাতের মুঠোয় যেতো ভারতের। কিন্তু গ্লেন ম্যাক্সওয়েল ঝড়ে তৃতীয় টি টোয়েন্টি জিতে ভারতের সিরিজ জয় আটকে রাখল অস্ট্রেলিয়া। বুধবারই তাঁর অস্ট্রেলিয়া ফেরার কথা। কিন্তু ফেরার আগে জয়ের মুখ দেখিয়ে দিয়ে গেলো ম্যাক্সওয়েল।
ট্রেনের ধাক্কায় শাবক সহ মৃত্যু তিনটি হাতির
গুয়াহাটিতে আয়োজিত এই ম্যাচের ৪৮ বলে ১০৪ রানে বিধ্বংসী ব্যাটিংয়ের নজির রাখলেন গ্লেন। নির্ধারিত ২০ ওভারে ভারত ৩ উইকেটে ২২২ রান করে। সূর্যকুমার যাদব ৩৯ ও তিলক ভার্মা ২৪ বলে ৩১ রান করলেও ব্যাটিংয়ে ব্যর্থ যশস্বী জয়সায়াল। তবে রুতুরাজ গাইকওয়াড় ৫৭ বলে ১২৩ এ অনবদ্য ইনিংস খেলেন। তা সত্বেও পরাজয় এড়াতে পারেনি ভারত। ভারতের বোলার অর্শদীপ সিং ৪ ওভারে দিয়েছেন ৪৪ রান।
প্রসিধ কৃষ্ণ ৪ ওভারে দিয়েছেন ৬৮ রান। অক্ষর প্যাটেল দিয়েছেন ৪ ওভারে ৩৭ রান। রবি বিশ্নই ৪ ওভারে দিয়েছেন ৩২ রান। ভারতের ফিল্ডিংও কিছুটা নড়বড়ে দেখিয়েছিল ম্যাক্সওয়েলের প্রহারের সময়। চতুর্থ ও পঞ্চম টি টোয়েন্টির একটি জিতলেই সিরিজ চলে যাবে ভারতের হাতে। ইভিএম নিউজ