ধাক্কা

রাজীব ঘোষ, ২৬ অক্টোবর: মোক্ষম ধাক্কা| হুড়মুড়িয়ে নামলো শেয়ার বাজার

শুরুটা হয়েছিল ঠিকই। কিন্তু তারপর বেলা গড়াতেই একেবারে হুড়মুড় করে ধস নামলো শেয়ার বাজারে। তা এমন একটা জায়গায় পৌঁছে গেল, যেখানে সেনসেক্স ও নিফটি দুটোই একেবারে বিরাট তলানিতে গিয়ে ঠেকেছে। ভারতীয় শেয়ারবাজারের এত বড় পতন বুধবারে দেখা গেল। দুপুরের মুনাফা বুকিং এর জন্যই Sensex ৬০০ পয়েন্ট এর বেশি ও Nifty ২০০ পয়েন্টের নিচে নেমে গেছে। আর পুরোপুরি হিসাব করে দেখা গেছে,  NSEর মিড্ ক্যাপ সূচক ৪৩৪ পয়েন্ট ও স্মল ক্যাপ সূচক ১২৩ পয়েন্ট কমে করেছে। প্রায় ৩ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে ভারতীয় স্টক মার্কেটে।

‘বাড়ি’ কেনার কিছু সুবিধা

স্টক মার্কেটের বিরাট একটা পতন দেখা গিয়েছে। NSEর মিড ক্যাপে ৫৪৩ পয়েন্টের পতন দেখা যাচ্ছে। BSEর বাজার মূলধন ৪ লক্ষ কোটি টাকা কমেছে। দুই দিনের ট্রেডিংয়েই বিনিয়োগকারীরা ১৫ লক্ষ কোটি টাকা ও ৫ দিনে ১৬.৫০ লক্ষ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে। কোন কোন স্টক রয়েছে এই পতনের তালিকায়? দেখা যাচ্ছে, ব্যাঙ্কিং, অটো, আইটি, এফএমসিজি, ফার্মা স্টকেও বিক্রি দেখা যাচ্ছে। স্টক এর মধ্যে ৪টি শুধুমাত্র লাভের সাথে আর ২৬ টি লোকসানের সাথে লেনদেন করেছে।

আবার দেখা যাচ্ছে, নিফটির ৫০ টি স্টকের মধ্যে ৯টি লেনদেন হচ্ছে ও ৪১ টি একেবারে তলানির দিকে। তবে এর মধ্যে টাটা স্টিল ১.১৩ শতাংশ, নেসলে ১.১২ শতাংশ, এসবিআই ০.৬৮ শতাংশ উর্ধ্বমুখী ব্যবসা করেছে। স্টক মার্কেটের এই হাল দেখে মনে করা হচ্ছে, এই পতন আগামী দিনে আরো বাড়তে পারে। যে পতনের কারণে বিনিয়োগকারীরা ৩ লক্ষ কোটি টাকা হারিয়েছেন। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর