ইভিএম নিউজ ব্যুরো, ২ মেঃ (Latest News) মে দিবস উপলক্ষে শিলিগুরিতে আয়োজিত হল পদযাত্রা ।
১৮৮৬ সালে ১লা মে শিকাগো শহরে বেশ কয়েকজন শ্রমিক শহীদ হয়েছিল অধিকারের দাবিতে। তাই এই দিনটিকেই শ্রমিক দিবস হিসাবে পালিত হয় গটা দেশ জুরে।
ঐতিহাসিক মে দিবস উপলক্ষে বাম শ্রমিক সংগঠনের পক্ষ থেকে গত কাল একটি পদযাত্রা বের হয় শিলিগুড়িতে। এই পদযাত্রা শিলিগুড়ি মাল্লাগুড়ি থেকে শুরু হয়ে বাঘাযতীন পার্কে এসে শেষ হয়।
বিভিন্ন চা বাগান এবং শ্রমিক সংগঠনগুলির উদ্যোগে গত কাল মে দিবস পালিত হলো শিলিগুড়ি ও দার্জিলিংয়ের বিভিন্ন এলাকায়।
দিনটিকে স্মরণ করতে নানা স্থানে শ্রমিকরা শোভাযাত্রা বের করে এবং দিনটি যথাযথভাবে পালন করেন। দার্জিলিংয়ের চা বাগান গুলিতে শ্রমিকরা এই দিনটি ছুটি না পেলেও তারা দিনটিতে মনের আনন্দে কাজ করেন। যদিও তাদের কাছে এই দিনটির কতটা তাৎপর্য রয়েছে তারাই জানেন। শ্রমজীবী মানুষদের কাছে এটা মনে হয় অধিকার দিবস হিসেবেই তাৎপর্য রয়েছে। এমনই প্রত্যক্ষ করা গেল শ্রমিক সংগঠন আয়োজিত নানা অনুষ্ঠান দেখে। (EVM News)