ইভিএম নিউজ ব্যুর, ২২ এপ্রিলঃ (Latest News)  মেসিকে দলে নিতে প্রস্তাব বার্সেলোনার  মেসি ভক্তদের জন্য অতন্ত সুখবর।  ফের বার্সেলোনায়  কি আসছেন মেসি? শোনা যাচ্ছে ,বার্সার সঙ্গে মেসির কথাবার্তাও এগিয়েছে।

২০২১ সালে বার্সেলোনাকে চোখের জলে বিদায় জানিয়েছিলেন লিওনেল মেসি। আর্থিক সংকটে ডুবতে থাকা বার্সেলোনা মেসিকে রাখতে না পেরে ছেড়ে দেয়। এই সুযোগকে কাজে লাগিয়ে মেসিকে দলে নেয় প্যারিস সাঁ জাঁ। তবে নতুন দলে যোগ দিয়েও মেসি সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। এছাড়া পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগও জেতা হয়নি। এর জেরেই মেসি এবং পিএসজি সম্পর্কে ফাটল ধরতে শুরু করে। ফলে মেসির যে দল ছাড়ার জল্পনা তৈরি হয়েছে সেটা ভুল নাও হতে পারে।

মেসিকে নিতে ময়দানে নেমেছে একাধিক ক্লাব। যার মধ্যে রয়েছে সৌদি আরবের আল হিলাল সহ বিশ্বের একাধিক ক্লাব। তবে নিজেদের ঘরের ছেলেকে ফিরিয়ে নিতে কোমর বেঁধে আসরে নেমেছে বার্সিলোনা।মেসির যা বেতন তা বার্সার পক্ষে দেওয়া অত্যন্ত কঠিন। কিন্তু তা সত্ত্বেও ২১ বছরের সম্পর্ককে কাজে লাগিয়ে মেসিকে ফিরিয়ে নিতে মরিয়া বার্সা।

সূত্রের খবর, মেসিকে ২ বছরের জন্য চুক্তির প্রস্তাব দিয়েছে বার্সেলোনা। জানা গিয়েছে মেসি প্রতি মরশুমে খেলতে বার্সেলোনা থেকে পাবেন ১৩ মিলিয়ন ইউরো। যা মেসির বর্তমান বেতনের থেকে অনেক কম। মেসি যখন বার্সা ছাড়েন তখন তাঁর বেতন ছিল ১০০ মিলিয়ন ইউরো।

এদিকে এই খবর শোনার পর আনন্দে ভাসছেন লেওয়ানডস্কি। মেসির সঙ্গে খেলতে পারবেন ভেবেই তিনি আনন্দিত। গত ট্রান্সফার উইন্ডোতে তিনি বায়ার্ন মিউনিখ থেকে বার্সায় যোগ দেন। তিনি বলেন, ‘মেসি বার্সার অংশ, আর ও যদি ফিরতে চায় তাহলে এর থেকে ভালো কিছু হবে না। আমরা জানি বার্সেলোনায় মেসির কী চাহিদা। আমি জানি না কী হবে, কিন্তু আশা করছি পরের মরশুমে আমরা একসঙ্গে খেলতে পারব। ( EVM News)

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর