ব্যুরো নিউজ, ৭ সেপ্টেম্বর : মেট্রো লাইনে ঝাঁপ | ব্যাহত পরিষেবা।
বৃহস্পতিবার সাত সকালে গিরিশ পার্ক মেট্রো স্টেশনের লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে রুখে দেওয়া হয় মেট্রো পরিষেবা।
Facebook ইউজারদের মাথায় হাত! বন্ধ হচ্ছে পরিষেবা
তৃতীয় লাইনের পাওয়ার ব্লক করে দেওয়া হয় মেট্রো কর্তৃপক্ষের তরফে। ওই ব্যক্তিকে উদ্ধার করে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অফিস টাইমে দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল বেশ কিছুক্ষণ ব্যাহত থাকায় ভোগান্তিতে পড়তে হয় নিত্যযাত্রীদের। তবে বর্তমানে স্বাভাবিক মেট্রো পরিষেবা। ইভিএম নিউজ