ব্যুরো নিউজ, ৪ ডিসেম্বর: মিগজাউম: দক্ষিনে বাতিল বহু ট্রেন
ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মিগজাউমের আশঙ্কায় সতর্কতা হিসাবে বাতিল করা হলো ভারতের দক্ষিন প্রান্তগামী বহু ট্রেন। আবহাওয়া দফতরের খবর অনুসারে ক্রমশই শক্তি বৃদ্ধি করছে মিগজাউম। আর তারই জেরে আগামী মঙ্গলবার সকালে অন্ধ্র ও তামিলনাড়ুর উপকূলে আছড়ে পরতে পারে ঝড়।
আজও বৃষ্টির পূর্বাভাষ | কোন কোন জেলা ভিজবে?
আর ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় ৩৫ টি ট্রেন বাতিল করেছে দঃ পূর্ব রেল। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত ওই ট্রেনগুলি বাতিল বলে ঘোষণা করা হয়েছে। ওই বাতিল ট্রেন গুলির মধ্যে উল্লেখযোগ্য হলো শালিমার- চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস, হাওড়া- বেঙ্গালুরু, শালিমার- নাগেরকোয়েল, বারাওনি-কোয়েম্বাটুর।
একই ভাবে বাতিল করা হয়েছে দক্ষিন থেকে আগত ডাউন ট্রেনগুলিও। সাউদার্ন রেলওয়ে ঝড় বৃষ্টির আশঙ্কায় বাতিল করেছে ১১৮ টি ট্রেন। ইভিএম নিউজ