মায়ানমারে

ব্যুরো নিউজ, ১৫ নভেম্বর: মায়ানমারে বিদ্রোহ 

মায়ানমারের নানা বিদ্রোহী গোষ্ঠী একত্রিত হয়ে যে ‘ব্রাদারহুড অ্যালায়েন্স’ গড়ে তুলেছে তাদের হামলায় হাতছাড়া হোল একের পর এক মায়ানমার সেনা ছাউনি। এই বিদ্রোহের জেরে গ্রামবাসীরা প্রানভয়ে ঢুকে পড়েছে ভারতে। তাদের সঙ্গে মিলেমিশে গিয়ে মায়ানমার সেনাও আশ্রয় নিয়েছে ভারতে। প্রায় ৫০০০ মায়ানমার নাগরিক ঢুকে পড়েছে মিজোরামে। মিজো পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে ঢুকে পড়া ওই ৫০০০ জনের মধ্যে রয়েছে জনা চল্লিশেক মায়ানমার সেনাও।

লিথিয়ামের নিলাম শুরুর উদ্যোগ

মিজোরামের পুলিশ কর্তারা জানিয়েছে, যে মিজোরামের চাম্পেই জেলা সংলগ্ন মায়ানমার সেনার দুটি ছাউনি খাওমাওয়ি ও রিখাওডর দখল করে নিয়েছেন বিদ্রোহীরা। আর তখনই প্রান ভয়ে ওই সেনা ছাউনিতে থাকা জনা ৪০ মায়ানমার সেনা জোকাওথান সীমান্ত সংলগ্ন চেকপোস্ট পেরিয়ে ঢুকে পড়েছে ভারতে। মায়ানমার সেনা ও সেই দেশের ৫০০০ অধিবাসী ভারতের কাছে আশ্রয় চেয়েছে বলে জানান মিজোরাম পুলিশের ইন্সপেক্টর জেনারেল লালবিয়াকথাঙ্গা খিয়াংটে।

এই পর্যন্ত যা খবর পাওয়া গেছে, তাতে বিদ্রোহীদের হামলায় পিছু হটেই চলেছে মায়ানমার সেনা। পতন ঘটছে একের পর এক মায়ানমার প্রদেশেরও। অপরদিকে সমস্যা বাড়ছে ভারতে বিপুল সংখ্যক শরণার্থী ঢুকে পরায়। আশঙ্কা দেখা দিয়েছে, অরুণাচলপ্রদেশ ও হিংসাবিধ্বস্ত মনিপুর নিয়েও। কারন এই দুটি রাজ্য মায়ানমার সীমান্ত সংলগ্ন। আর সেইজন্যই সতর্ক করা হয়েছে অসম রাইফেলস ও BSF কে। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর