ব্যুরো রিপোর্ট ,৯ সেপ্টেম্বর:মানুষের মন কেড়ে নিল “মন তোকে চায়” গানটি।

বাংলা ভাষায় নতুন গান” মন তোকে চায়” রোমান্টিক এই গানটি মেখলিগঞ্জের ডি এস আর মিউজিক মিউজিক প্রোডাকশন নিয়ে আসছে। এই গানের সুর দিয়েছেন ডিএস রুবেল।

বাড়ছে কেষ্টর কষ্ট!

লেখক রিকি ও অভিনয়ে প্রদীপ ও তানিয়া এছাড়াও ভিডিওটি পরিচালনা করেছেন উজ্জ্বল রায় ও প্রযোজক এমডি আলম হোসেন , ক্যামেরায় আকাশ রায়। চ্যালেনের কর্ণধার রুবেল ইসলাম সবার সহযোগিতা ও চ্যানেলের পাশে দাঁড়ানোর আবেদন করেছেন। তিনি আরো বলেন এরপরে হিন্দি বাংলা রাজবংশী গান আসতে চলেছে। ইতিমধ্যে “মন তোকে চায়” ভিডিওটি মানুষের মধ্যে সোশ্যাল মিডিয়াতে মন কেড়ে নিয়েছে। ভিডিওটি ফেসবুকে ইউটিউবে পোস্ট করা হয়েছে।ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর