ইভিএম নিউজ ব্যুরো, ১৩ ফ্রেব্রুয়ারিঃ আমারা জানি সাধারনত কুকুরের ঘ্রাণশক্তিকে কাজ লাগিয়ে তল্লাশি চালায় পুলিশবাহিনী। রামায়ণে রাম সেতু বন্ধনের সময় কাঠবিড়ালি ছোট্ট মুখে মাটি এনে সেতু বন্ধনে সাহায্য করেছিল, কিন্তু এত ছিল মহাকাব্যের ঘটনা। বাস্তবে এবার তল্লাশি করতে মাঠে নামছে একদল কাঠবিড়ালি।শুনে অবাক হচ্ছেন তো?এবার মাদক পাচার রুখতেই সক্রিয় ভূমিকা নিতে চলেছে একদল কাঠবিড়ালি। আর তাদের প্রশিক্ষণের দায়িত্বে রয়েছে চিণের চংকিং প্রদেশের একটি প্রশিক্ষণ। চিনের ইতিহাসে এই প্রথমবার পুলিশবাহিনীতে যোগ দিতে চলেছে এই কাঠবিড়ালির দল।
ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে ছ’টি কাঠবিড়ালিকে নিয়ে প্রশিক্ষণের কাজ শুরু হয়ে গিয়েছে। পুলিশের সূত্রে খবর, মাত্র কয়েকদিনেই মাদক শুঁকে খুঁজে বের করতে পারছে ওই কাঠবিড়ালির দল। প্রতিদিনই নতুন ধরনের মাদক ব্যবহার করে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মূলত কুকুরদের জন্য নিযুক্ত প্রশিক্ষকরাই পরিচালনা করছেন এই কাঠবিড়ালি বাহিনীকে।
এই প্রসঙ্গে চংকিং প্রদেশের পলিশ আধিকারিক জানিয়েছেন, কুকুরের মতোই কাঠবিড়ালিরও ঘ্রাণশক্তি খুব ভালো। আকারে ছোট হওয়ার ফলে অনেক সরু জায়গায় পৌঁছতে পারবে এই ছোট প্রাণীটি।
জানা যায়, দীর্ঘ কয়েকবছরের গবেষণার পর এই বিশেষ ক্ষমতার কথা জানা যায়। প্রথম ধাপের প্রশিক্ষণ শেষ হলেই চিনার পুলিশবাহিনীতে যোগ দেবে এই কাঠবিরালিগুলি।সাধারনত রেল স্টেশন, বিমানবন্দর, সীমান্তের মাদক পাচার রুখতেই কাঠবিড়ালিগুলি সাহায্য করবে পুলিশবাহিনীকে।