ব্যুরো নিউজ, ২৩ অক্টোবর: মাঠে নেমেই ‘ম্যান অফ দ্যা ম্যাচ’| কি বললেন শামি?
এবছর বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাচের সেরার পুরস্কার আদায় করে নিল মহম্মদ শামি। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে ৫ উইকেট নিয়ে নিউ জিল্যান্ডকে ২৭৩ রানে আতকে দিল মহম্মদ শামি। ঘরের কাছেই এক টুকরো মিশর!
বল করতে নেমে নিজের প্রথম বলেই উইকেট তুলে নিয়েছেন শামি। আর সেটাই তাঁর আত্মবিশ্বাসকে অনেকটা বাড়িয়ে দিয়েছিল বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, “প্রথম বলে উইকেট পাওয়ায় আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল। সেটা পরের দিকে কাজে লেগেছে।”
এত ভাল ফরমে থাকার পরেও বিশ্বকাপের প্রথম চারটি ম্যাচে খেলতে পারেননি মহম্মদ শামি। সেই জন্য দলের উপর কিছুটা অভিমানও ছিল শামির! এদিন ম্যান অফ দ্যা ম্যাচ জেতার পর তিনি বলেন, “যদি দল ভাল খেলে তা হলে সবার কাজ দলের পাশে দাঁড়ানো। নিজের সুযোগের জন্য অপেক্ষা করা। আমি সেটাই করেছি। আমি মনে করি, নিজের থেকে দলের ভাল খেলা বেশি গুরুত্বপূর্ণ।” ইভিএম নিউজ