ব্যুরো নিউজ, ৬ সেপ্টেম্বর: মাঝরাতে উপাচার্য নিয়োগ | রাজ্য-রাজ্যপাল সংঘাত। মাঝরাতে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ। যা নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সঙ্গে সংঘাতে রাজ্যপাল।
রাজ্যপালকে মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার শ্রেষ্ঠ বিদূষক কটাক্ষ
রাজ্যপালকে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার সেই হুঁশিয়ারিকেও ডোন্ট কেয়ার করে সরাসরি সংঘাতে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার মাঝরাতে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল আচার্য সিভি আনন্দ বোস। মাঝরাতে রাজভবনের পক্ষ থেকে জানানো হয়, রাজ্যপাল কৃষ্ণনগরের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করলেন।
এদিকে আগামী ৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের বিকাশ ভবনে ডেকে পাঠাতে তাঁদের চিঠি পাঠানো হয়। কারণ রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছিলেন, উপাচার্যের কথাই শুনে চলতে হবে। অন্যান্য আধিকারিকরা রাজ্য সরকারের কথা শুনতে বাধ্য নন। তারপরই এমন বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এই আবহেই মাঝরাতে বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করার ঘটনা আবারও রাজ্য সরকারকে দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হল বলেই মনে করছেন একাধিক রাজনৈতিক মহল। ইভিএম নিউজ