ব্যুরো নিউজ, ১০ অক্টোবর: মহাকাশে ছড়ানো হচ্ছে জঞ্জাল | জরিমানা করল আমেরিকা এই প্রথম মহাকাশে জঞ্জাল ছড়ানোর অভিযোগ তুলে জরিমানা করল আমেরিকা। বর্ধমানে ধর্মঘটের ডাক মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ। সেই সব উপগ্রহ তাদের টাস্ক শেষ করার পর, সেটিকে মহাকাশেই চীর নিদ্রায় পাঠিয়ে দেওয়া হয়। প্রসঙ্গত, ডিশ নামে এক সংস্থা ২০০২ সালে কৃত্রিম উপগ্রহ পাঠায়। ৫ বছর হল সেটির সময়কাল শেষ হয়ে গিয়েছ। কিন্তু, তারপরেও তাদের লাইসেন্স শর্ত অনুযায়ী নষ্ট হয়ে যাওয়া কৃত্রিম উপগ্রহটি কক্ষ থেকে সরিয়ে দেওয়া হয়নি। ৫ বছর ধরে সেই জঞ্জাল অযথা ভেসে বেড়াচ্ছে মহাকাশে। এবার এই বিষয়ে পদক্ষেপ নিল মার্কিন ফেডারেল কমিউনিকেশনস কমিশন। ওই সংস্থাকে দেড় লক্ষ ডলার জরিমানা করেছে মার্কিন ফেডারেল কমিউনিকেশনস কমিশন। ভারতীয় মুদ্রায় সেই অঙ্ক দাঁড়ায় ১ কোটি ২৫ লক্ষ টাকা। মহাকাশে জঞ্জাল না সরানোয় এই প্রথম কোনও সংস্থাকে জরিমানা করা হল। নিয়ম মেনে কাজ শেষ করে ফেলা ইকোস্টার৭ কৃত্রিম উপগ্রহটিকে দ্রুত কক্ষ থেকে সরিয়ে ফেলতে বলা হল ডিশ সংস্থাকে। ইভিএম নিউজ