নিউজ ইভিএম ব্যুরো, ২৬ এপ্রিলঃ (Latest News) মমতা-অভিষেককে একযোগে আক্রমণ শুভেন্দুর। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলা বিজেপির পক্ষ থেকে পুলমাতা থেকে শুরু হয়ে হরেকৃষ্ণ কোঙার সেতু পর্যন্ত একটি মিছিল ও মিছিল শেষে পথসভা আয়োজিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তা, প্রাক্তন জেলা বিজেপির সভাপতি সন্দীপ নন্দী, জামালপুরের বিজেপি নেতা তথা জেলা সহ-সভাপতি হরেকৃষ্ণ চক্রবর্তী সহ একাধিক জেলা ও রাজ্য নেতৃত্ব।
মঙ্গলবার এই সভামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জিকে তীব্র আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে যত বড় নেতা-মন্ত্রী হোক না কেন, খারাপ কাজ করলে কি হতে পারে তার উদাহরণ হিসেবে তুলে ধরেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের পরিণতির কথা।
এদিন এই সভা থেকে জামালপুরের তৃণমূল নেতাদের উদ্দেশ্যেও হুংকার দিতে শোনা যায় শুভেন্দুকে। তিনি বলেন, “কেউ যেনো বেশি বাড়াবাড়ি না করে। বাড়াবাড়ি করলেই কেষ্টর মত অবস্থা হবে”। বিজেপি কর্মী সমর্থকদের চাঙ্গা করতে তাঁর প্রতিশ্রুতি, ২০২৩ পঞ্চায়েত নির্বাচনের জন্য বিজেপির প্রার্থীরা মনোনয়ন জমা দিতে না পারলে যেন তাকে খবর দেওয়া হয়। তিনি নিজে সামনে দাঁড়িয়ে থেকে সেই ব্যবস্থা করেবেন।
শুভেন্দু আরও বলেন, “আগামীদিনে পঞ্চায়েত ও লোকসভা একসঙ্গে দুটি নির্বাচনেরই মোকাবিলা করতে হবে। ২০২৪-এ আসন্ন লোকসভা নির্বাচনে ২০০ টিও বেশি আসন নিয়ে ভীত তৃণমূল”। তৃণমূলের ‘নব জোয়ার’ কর্মসূচি নিয়ে শুভেন্দুর কটাক্ষ, ‘কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর প্রাসাদের মত বাস নিয়ে বেরিয়ে পড়েছে। ভাইপো ব্যালট বাক্স নিয়ে গিয়েছিল। ব্যালট উল্টে দিয়েছে। সিতাই ও সাহেবগঞ্জে ব্যালট ভেঙে দিয়েছে। ধেড়ে ইঁদুরদের জনজোয়ার যাত্রা হবে না, হবে তিহার যাত্রা’।
এদিন প্রধানমন্ত্রীর প্রশংসা করে বিরোধী দলনেতা বলেন,’ মোদীজী বাংলায় ৫০ লক্ষ বাড়ি দিয়েছে। রাজ্য যতক্ষণ না পর্যন্ত হিসেব দেবে ততক্ষণ পর্যন্ত ভারত সরকার টাকা দেবে না’। কালিয়াগঞ্জের ঘটনা প্রসঙ্গে এদিন শুভেন্দু বলেন, রাজবংশী পরিবারের নাবালিকাকে নির্যাতন করে খুন করা হয়েছে। কালিয়াগঞ্জে থানা জ্বলছে, গাড়ি জ্বলছে। আপনারা একসঙ্গে মাঠে নামুন, বাংলাকে বাঁচাতে হবে। মমতার উদ্দেশ্যে শুভেন্দুর প্রশ্ন, ‘কালিয়াগঞ্জে কবে আসবেন পিসিমনি?’ (EVM News)