
কোটি কোটি টাকা ঢুকেছে একাউন্টে: শুভেন্দু
ব্যুরো নিউজ: “কোটি কোটি টাকা ঢুকেছে একাউন্টে“। লিপ্স এন্ড বাউন্স নিয়ে বিস্ফোরক শুভেন্দু। “চাঁদার নাম করে কোটি কোটি টাকা ঢুকেছে লিপ্স এন্ড বাউন্স নামক কোম্পানির একাউন্টে”। শনিবার পূর্ব মেদিনীপুরের খেজুরিতে দলীয় সভা থেকে এমনটাই বিস্ফোরক মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এদিন ইডির বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে শুভেন্দু বলেন, “ইডিকে চাপে রাখতে ভাইপো এসব করছে। ইডি আসল জায়গায় ঘা দিয়ে দিয়েছে”। পাশাপাশি