মমতা

ব্যুরো নিউজ, ২৫ নভেম্বর: মমতার হুমকি: পাল্টা শুভেন্দুর এফআইআর 

তাদের দলের ৪ বিধায়ককে গ্রেফতার করা হয়েছে। তাই এবার বিজেপির ৮ জনকে তিনি গ্রেফতার করবেন। বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে দলীয় সভা থেকে এমনই হুমকি দিয়েছিলেন তৃনমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার বিরুদ্ধেই প্রশাসনিক ক্ষমতা অপব্যবহারের অভিযোগে কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করলেন শুভেন্দু অধিকারী। তিনি এই ব্যাপারে একটি ই মেইল করে থানায় চিঠি পাঠান।

বিরোধী দলনেতা শুভেন্দু বলেন, প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে হুমকি দিচ্ছেন মুখ্যমন্ত্রী। আশা করি পুলিশ এর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেবে। এর সঙ্গে তিনি ৭২ ঘণ্টার সময়ও বেঁধে দেন। ৭২ ঘণ্টা অতিক্রম করলে তিনি আদালতে মামলা দায়ের করবেন বলে পুলিশকে হুশিয়ারি দেন। তবে ৭২ ঘণ্টা কাটেনি। তার আগেই পুলিশ এফআইআর গ্রহন করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, বালু, মানিক, পার্থ, জীবনকৃষ্ণ সাহা ও কেষ্টরা জেলে। আমি বিশ্বাস করিনা এরা চোর। তাদের ৪ জনকে গ্রেফতার করলে তিনিও পাল্টা ৮ জনকে গ্রেফতার করবেন। একথা বলে তিনি কার্যত বিজেপিকে হুশিয়ারি দিয়েছেন। বৃহস্পতিবার জয়নগরের দলুয়াখাকি গ্রামে সভা করতে গিয়ে মমতার এই বক্তব্য শুনে রাগে অগ্নিশর্মা হয়ে যান শুভেন্দু। আর তার পরেই শুভেন্দুর এই এফআইআর দায়ের। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর