ইভিএম নিউজ ব্যুরো, ২৫ জুনঃ (Latest News) মদ খেয়ে গ্রামের মহিলাদেরকে লক্ষ করে অশ্লীল ভাষায় কটুক্তি। এই অভিযোগেই গ্রামের মধ্যে থাকা একটি  মদের দোকানে ভাঙচুর চালালো গ্রামবাসীরা। শনিবার সকালে শিলিগুড়ি  সংলগ্ন ফুলবাড়ি এলাকার  আমবাড়ি গজলডোবা ক্যানেল রাস্তার  নাওয়াপাড়া  এলাকার একটি মদের দোকানে ভাঙচুর চালায় গ্রামবাসীরা।

তাদের অভিযোগ কিছু মানুষ এই দোকান থেকে মদ কিনে রাস্তায় বসে মদ পান করেন। সে সময় রাস্তা দিয়ে যাতায়াতের সময় মহিলাদেরকে লক্ষ্য করে অশ্লীল ভাষায় কটুক্তি করা হচ্ছে বলে অভিযোগ গ্রামের মহিলাদের।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে পুলিশ।  অন্যদিকে মদের দোকানের মালিকের বক্তব্য আজকের এই ঘটনাটি পুরোপুরি ভাবে প্ল্যানিং করা হয়েছে।  এর পর ঘটনার তদন্ত করছে পুলিশ। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর