ব্যুরো নিউজ, ৩০ ডিসেম্বর: ভোটার তালিকা প্রকাশ ২২ শে জানুয়ারি
বারবার দিনক্ষণ পিছনোর পরেও এবার আগামি ২২ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে বলে জানানো হয়েছে। ২২ শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে ভোটার তালিকা প্রকাশের সঙ্গেও এবার জড়িয়ে পড়লো রাজনিতির কাজিয়া। তাতে নির্বাচন কমিশন অবশ্য জানিয়েছে নির্ভুল ভোটার তালিকা প্রকাশের জন্যই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। উদাহরণ হিসাবে তাঁরা বলেন ২০১৮ সালে ৫ জানুয়ারি ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু ৫ দিন পিছিয়ে তা প্রকাশিত হয় ১০ জানুয়ারি।
দেশজুড়ে রেশন ধর্মঘট | বাড়ছে জট
২০২৯ সালে ৪ জানুয়ারি কথা থাকলেও সংশোধিত ভোটার তালিকা প্রকাশিত হয় ১৪ জানুয়ারি। ২০২০ সালেও একই ভাবে ৭ ফেব্রুয়ারি তা প্রকাশ হবে বলে জানালেও শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকা প্রকাশিত হয় ২৭ ফেব্রুয়ারি।
তৃণমূলের অভিযোগ বিজেপি তাঁদের বশংবদ লোক দিয়ে ভোট করাতে চাইছে। দেশের মূল সমস্যা থেকে তাঁরা নজর ঘোরাতে চাইছে। তাই রাম মন্দিরের উদ্বোধনের দিনে ওই তালিকা প্রকাশ করে সাধারণ মানুষের নজর ভোটার তালিকা থেকে সরিয়ে দিতে চাইছে বিজেপি। কিন্তু বাংলায় বিজেপিকে ১ ইঞ্চি জমি ছাড়বে না তৃণমূল। ইভিএম নিউজ