ভারতীয়

ব্যুরো নিউজ, ২৭ অক্টোবর: ভারতীয় ট্রেনের মাঝখানে এসি কোচ রাখা হয় কেন? জানেন কি?

ভারতীয় রেল সম্পর্কিত এমন অনেক বিষয় রয়েছে যার সম্পর্কে আমরা খুব কমই জানি। ভারতীয় ট্রেনের মাঝখানে এসি কোচ রাখা হয় সেই বিষয়ে কিন্তু আমরা কেউ অবগত নই।  জানেন কি কেন ভারতীয় ট্রেনের  মাঝখানে এসি কোচ রাখা হয়? এই বিষয়ে অনেকের মনের মধ্যে অনেক প্রশ্ন ঘোরাফেরা করতে থাকে। তাহলে আসুন জেনে নেওয়া যাক কেন ট্রেনের মাঝে এসি কোচ রাখা হয়।

বিরলতম সুড়ঙ্গ তৈরি করে গড়ল ইতিহাস!

ভারতীয় ট্রেনে ইঞ্জিনের পর বসানো হয় সাধারণ কোচ। এরপর থাকে স্লিপার কোচ। তারপরে এসি কোচ বসানো হয়। এর পরে ফের স্লিপার কোচ ও তারপরে আবার সাধারণ বগি রাখা হয়। ভারতীয় রেল এই সিদ্ধান্তের কোনও নির্দিষ্ট কারণ জানায়নি। তবে বিশেষজ্ঞরা বলছেন, এর কারণ হচ্ছে এসি কোচে যাতায়াতকারী যাত্রীদের সহজ ও সুবিধাজনক ভ্রমণ দেওয়ার জন্য এই সুবিধা দেওয়া হয়। যেহেতু ট্রেনের উভয় পাশে লাগেজ কোচ রয়েছে, তার পরে সাধারণ ও স্লিপার কোচ রয়েছে, তাই বেশিরভাগ ভিড় ভাগ হয়ে যায় ও তাই মাঝখানে এসি কোচে ভ্রমণকারী যাত্রীরা কম ভিড়ের মুখোমুখি হন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর