ভাড়া

ব্যুরো নিউজ, ২০ ডিসেম্বর: ভাড়া বাড়ি থেকে পুলিশকর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

 

হরিদেবপুরের ভাড়া বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে এক পুলিশকর্মীর ঝুলন্ত মৃতদেহ। পুলিশের প্রাথমিক অনুমান, দেনার দায়ে আত্মঘাতী হয়েছেন পর্ণশ্রী থানার ওই পুলিশ কনস্টেবল। মৃত ওই ব্যাক্তির নাম পুলক দত্ত। তাঁর বয়স ৫২ বছর। তাঁর মৃত্যুতে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পর্ণশ্রী থানার পুলিশ।

বেপরোয়া লরির ধাক্কায় মৃত ১

মৃত ওই পুলিশকর্মী হরিদেবপুরের একটি ভাড়া বাড়িতে প্রায় ২ বছর ধরে একাই থাকতেন। গতকাল থেকে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও ব্যর্থ হচ্ছিলেন তাঁর স্ত্রী। এরপর তার ভাড়া বাড়িতে প্রথমে প্রতিবেশীরা এসে বারবার তাঁকে ডাকাডাকি করে। অনেক ডাকাডাকি সত্ত্বেও দরজা না খোলায় তাঁদের সন্দেহ হয়। এরপর তাঁরা থানায় খবর দেন।

 

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায়। তাঁরা ঘরের দরজা ভেঙে ওই পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার করে। আত্মহত্যা নাকি এই ঘটনার পেছনে অন্য কোন রহস্য রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বেশ কিছু বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়েছিলেন ওই পুলিশ কর্মী। ঋণের বোঝা সামলাতে না পেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর