লাবনী চৌধুরী , ২৪ আগস্টঃ ভাঙছে নদীর পাড়, বাড়ছে আতঙ্ক। গদাধর নদীর ভাঙনে আতঙ্কে রাতের ঘুম উড়েছে তুফানগঞ্জ সরকার পাড়ার বাসিন্দাদের। ইতিমধ্যেই নদীগর্ভে চলে গিয়েছে তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের দেওচড়াই গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি বাড়ি ও একটি মন্দির। নদীগর্ভে যেতে বসেছে এলাকায় চলাচলের একমাত্র রাস্তাটিও। এমতাবস্থায় দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয়রা।
বর্তমানে জনবসতিপূর্ণ এলাকায় নদী প্রবেশ করায় তৈরি হয়েছে আতঙ্ক। স্থানীয়রা জানান, কয়েক বছর ধরে নদী ভাঙনের ফলে জলের তলায় চলে গিয়েছে বেশ কিছু চাষের জমিও। ফলে সমস্যার মধ্যে দিয়েই কাটছে দিন। এমনকি রুজিরুটিতেও টান পড়েছে অনেকের। ঘটনায় প্রশাসনের উদাসীনতার অভিযোগ স্থানীয়দের।
এলাকার বাসিন্দাদের আরও অভিযোগ, নেতা-মন্ত্রীরা প্রতিশ্রুতি দিলেও এখনও শুরু হয়নি কাজ। নদী-ভাঙন ঠেকাতে কবে প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হবে, সেই অপেক্ষায় দিন কাটাচ্ছেন স্থানীয়রা। ইভিএম নিউজ