ব্যুরো নিউজ, ১৩ নভেম্বর: ভক্তদের সাহাজ্যে শীতবস্ত্র প্রদানের উদ্যোগ
“আপনি আচরি ধর্ম অপরে শেখায় নিজে না আচরিলে অপরে শেখানো যায়”। ইচ্ছে থাকলে উপায় হয়।প্রবাদ বাক্যটি কতটা সত্য আজকের দিনে সেটা করে দেখালেন বীরভূম জেলার খয়রাশোলের সাধন সঙ্ঘ আশ্রমের স্বামীজী অচিন্ত্য চৈতন্য ব্রহ্মচারী।
মাত্র ১৪ ঘণ্টায় ৮০০ বার কেঁপে উঠলো আইসল্যান্ড
দীপাবলী মানেই হোল আলোর উৎসব। সামনে শীতকাল। এখন খুব বেশি শীত না পরলেও, শীতের আমেজ কিন্তু টের পাওয়া যাচ্ছে। আশা করা হচ্ছে যে খুব তাড়াতাড়ি বঙ্গে শীতের আবির্ভাব ঘটবে। শীত পরলে এমন অনেক গরিব ও দুঃস্থ মানুষ আছে যাদের কাছে শীতে পরার মতো শীতবস্ত্রটুকু নেই। সেইসব দুঃস্থদের শীতবস্ত্র প্রদান করে এক উদার মানসিকতার পরিচয় দিলেন খয়রাশোলের স্বামীজী।
গরীব মানুষ বা দুঃস্থদের কথা ভেবে এদিন খয়রাশোল এলাকার প্রায় ৫০ জন দুঃস্থদের হাতে শীতবস্ত্র তুলে দিলেন স্বামীজি । স্বামী অচিন্ত্য চৈতন্য ব্রহ্মচারী সমাজের সকলস্তরের মানুষদের বলেন, আপনারা সকলে পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিন। শীতের মরশুমে শীতবস্ত্র পেয়ে স্বভাবতই খুশি দুঃস্থরা।
উপস্থিত ছিলেন, স্বামী অচিন্ত্য চৈতন্য ব্রহ্মচারী, শিক্ষক বাপী দত্ত, সমাজসেবী আস্তিক ঘোষ, প্রভাত বাউরী, সমাজসেবিকা রুপালী মাতাজী, ও ববি ঘোষ সহ বিশিষ্টজনেরা ও দুঃস্থরা। ইভিএম নিউজ