ব্যুরো নিউজ, ১১ অক্টোবর: ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্যে জরুরি বার্তা
চলতি মাসের শেষে অর্থাৎ ৩১ শে অক্টোবর অকেজো হয়ে যেতে পারে আপনার ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেবিট কার্ড। ফলে যারা ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেবিট কার্ড ব্যবহার করেন, তাঁদের জন্য এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতিতে গ্রাহকেরা কার্ড থেকে কোনও লেনদেন করতে পারবেন না। তাঁরা এটিএম থেকে টাকা তুলতেও পারবেন না। এই সমস্যা এড়াতে ব্যাঙ্ক, গ্রাহকদের একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। জেনে নিন গ্রাহকদের কী করতে হবে?
RBI নির্দেশিকায় একজন ভারতীয় কতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখতে পারবেন?
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই বিষয়ে টুইট করে গ্রাহকদের জানিয়েছে, “ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের দৃষ্টি আকর্ষণের জন্য গুরুত্বপূর্ণ তথ্য। প্রিয় গ্রাহক, রেগুলেটরের নির্দেশিকা অনুসারে ডেবিট কার্ডের পরিষেবা পেতে বৈধ মোবাইল নম্বর বাধ্যতামূলক৷ ডেবিট কার্ড পরিষেবা বন্ধ হওয়া এড়াতে অনুগ্রহ করে নিজের ব্যাঙ্কিং শাখায় গিয়ে ৩১.১০.২০২৩ এর আগে আপনার মোবাইল নম্বর আপডেট/রেজিস্টার করার জন্য অনুরোধ করা হচ্ছে।” এর অর্থ হল আপনিও যদি ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহক হন এবং ব্যাঙ্কের ডেবিট কার্ড ব্যবহার করেন। তবে খুব দেরি না করে নিকটস্থ শাখায় যোগাযোগ করতে হবে। একইসঙ্গে একটি ভ্যালিড মোবাইল নম্বর থাকাও আবশ্যক। নইলে আপনি ডেবিট কার্ড ব্যবহার করতে পারবেন না।
আপনি যদি অনলাইনে বা এটিএম-এর মাধ্যমে ব্যাঙ্কে রেজিস্ট্রেশন করতে না পারেন, সেক্ষেত্রে সরাসরি ব্যাঙ্কে গিয়ে আপনাকে এই কাজ করতে হবে। ব্যাঙ্কের শাখায় গিয়ে মোবাইল নম্বর পরিবর্তন করতে হলে একটি ফর্ম পূরণ করতে হবে। ফর্মের সঙ্গে পাসবুক ও আধার কার্ডের ফটোকপিও জমা দিতে হবে। এই ফর্ম জমা করার পরে রেজিস্ট্রেশন হওয়া মোবাইল নম্বর পরিবর্তন করতে হবে। সারা দেশে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অসংখ্য এটিএম রয়েছে। এই সরকারি ব্যাঙ্কটি এটিএম থেকে ১০ বার বিনা চার্জে লেনদেনের অনুমতি দেয়। এর বেশি লেনদেন হলে ২১ টাকা করে চার্জ কাটা হয়। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে সমস্ত গ্রাহকেরা এটিএম থেকে কার্ডের মাধ্যমে লেনদেন করেন, তাঁদের জন্য নিঃসন্দেহে এই খবরটি অত্যন্ত জরুরি। ইভিএম নিউজ