বেসরকারি

ব্যুরো নিউজ, ২ নভেম্বর: বেসরকারি রড তৈরির কারখানার সামনে অস্থায়ি শ্রমিকদের বিক্ষোভ 

 

দুর্গাপুরে যেন উলোট পুরান। এবার কাজ থেকে বসিয়ে দেওয়ার অভিযোগ খোদ তৃণমূল শ্রমিক ইউনিয়নের কর্মীদের। আর এই ঘটনার প্রতিবাদে আজ কাঁকসার বামুনাড়া শিল্পতালুকে একটি বেসরকারি রড তৈরির কারখানার গেটের সামনে বসে পড়লো ছাটাই হওয়া শ্রমিকরা। রীতিমতো তৃণমূল শ্রমিক ইউনিয়ন ও দলীয় পতাকা লাগিয়ে দিয়ে বিক্ষোভে সামিল ছাটাই হওয়া ৭২ জন অস্থায়ী শ্রমিক।

ফের ইডি দফতরে জ্যোতিপ্রিয়র আপ্তসহায়ক

তাদের অভিযোগ, ভিন রাজ্য থেকে শ্রমিক এনে কাজ করানো হচ্ছে। অথচ স্থানীয় যারা প্রায় কুড়ি বছর ধরে কাজ করছেন, যারা জমি দিয়েছেন শিল্পের জন্য, আজ তাদেরকে বঞ্চিত করে বাইরে থেকে লোক এনে কাজ করানো হচ্ছে। যতক্ষণ না তাদেরকে কাজে পুনর্বহাল করা হচ্ছে, ততক্ষন কারখানার গেট আগলে রেখে বিক্ষোভ চলবে বলে হুশিয়ারী দিয়েছে আন্দোলনকারীরা। কারখানার গেটের সামনে এই বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কাঁকসা থানার পুলিশ। কিন্তু পুনর্বহাল না হওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলে হুশিয়ারী দিয়েছে আন্দোলনকারীরা। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর