ইভিএম নিউজ, ২৮ ফেব্রুয়ারিঃ একের পর এক চমক রাজ্যবাসীর জন্য। উত্তরবঙ্গে পর্যটকদের আকর্ষণের জন্য তৎপর রাজ্য সরকার। আর তাই এবার উত্তরবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্রে আনা হল নতুন অতিথিদের। বেঙ্গল সাফারি পার্কে নতুন অতিথিদের দেখতে অধীর আগ্রহে রয়েছে সকলে। কোন কোন নতুন অতিথি এলো বেঙ্গল সাফারি পার্কে?
সুত্রের খবর, বেঙ্গল সাফারি পার্কে ১৩টি কৃষ্ণসার হরিণ এবং ৪টি হগ ডিয়ার আনা হয়েছে এখানে। জামশেদপুর টাটার জুওলজিক্যাল পার্ক থেকে আনা হয়েছে এই নতুন অতিথিদের। তবে নতুন অতিথিদের দেখা এখনি মিলবে না। প্রায় একমাস অপেক্ষা করতে হবে এই হরিণ প্রজাতিদের সাথে দেখা করার জন্য।
এই প্রসঙ্গে বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর কমল সরকার জানান, “১৭টি কৃষ্ণসার বা ব্ল্যাক বাক ও হগ ডিয়ার আনা হয়েছে। বর্তমানে তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বেঙ্গল সাফারি পার্কের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার পর তাদের পর্যটকদের জন্য এনক্লোজারে ছাড়া হবে”।
এছাড়াও সাফারি পার্কের অতিরিক্ত উপপরিচালক জানান, “কৃষ্ণসার হরিণ ও হগ হরিণগুলির ডায়েট ধীরে ধীরে পরিবর্তন করা হচ্ছে। বর্তমানে চিকিৎসকের নজরদারিতে রয়েছে তারা। ৩ সপ্তাহ অন্তত তাদের কোয়ারেন্টাইনে রাখা হবে। প্রত্যেকটি হরিণ ভালো রয়েছে”।
সাফারি পার্ক সুত্রে আরও খবর, এই হরিণগুলির পর সিংহ ও জিরাফের মতো আরও প্রাণী আনা হবে জামশেদপুর টাটা জুওলজিক্যাল পার্ক থেকে। তবে এই নতুন অতিথিদের সদস্য সংখ্যা ১৭টি। যার মধ্যে ১৩ টি কৃষ্ণসার হরিণ রয়েছে ও ৪ টি হগ ডিয়ার। ১৩টি কৃষ্ণসার হরিণের মধ্যে ৪টি মহিলা ও ৫টি পুরুষ হরিণ রয়েছে। অন্যদিকে, ৪টি হগ ডিয়ারের মধ্যে দু-জোড়া পুরুষ ও স্ত্রী হরিণ রয়েছে।