ব্যুরো নিউজ, ২৬ সেপ্টেম্বর: বৃষ্টিকে উপেক্ষা করেই দলীয় পতাকা নিয়ে মিছিল
সুন্দরবনে ৩০টি কাঠের মিল বন্ধ করলো বনবিভাগ
টানা কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি চলছে। কিন্তু তাতে কি আসে যায়? এই প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস ২৫ ফুট দলীয় পতাকা নিয়ে মিছিল করলো। বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে আজ কুলটি থানা মোড় থেকে বরাকর বেগুনিয়া মোড় পর্যন্ত এই মিছিল করা হয়।
দেশের গভীরতম মেট্রো স্টেশন ‘হাওড়া’
মিছিল শেষে এক পথসভারও আয়োজন করা হয়েছিল। এই মিছিলে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়, সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল পৌর নিগমের মেয়র তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়, কুলটি ব্লক সভাপতি কাঞ্চন রায়, যুব সভাপতি বিমান দত্ত সহ তৃণমূল নেতাকর্মীরা।
মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, হাজার হাজার মানুষের ভিড়ে কুলটির মানুষ শপথ নিলেন ২০২৪ এর লড়াইয়ে কুলটিকে বিজেপি মুক্ত করা হবে। ইভিএম নিউজ