বিশ্বনাথের

ব্যুরো নিউজ, ১৮ নভেম্বর: বুমরায় বাজি বিশ্বনাথের

ভারতের প্রাক্তন ব্যাটসম্যান তথা ক্লাসিক্যাল ঘরানার খেলোয়াড় গুন্ডাপ্পা বিশ্বনাথ, বিশ্বকাপের ফাইনালে ভরসা রাখছেন বুমরাহ- এর উপরেই। তিনি বলেছেন, ফাইনালে ভারত ও অস্ট্রেলিয়া ম্যাচে বোলিং বিভাগে এগিয়ে ভারত।

বিশ্বনাথের

তেরোর গেরোয় দঃ আফ্রিকা

সবচেয়ে বেশি উইকেট পাওয়া প্রেসার সামির বলে বিভ্রান্ত হয়ে পরছে বিরোধী ব্যাটসম্যানরা। আর বুমরাহ বল করছেন নিখুত লাইন রেংঠ রেখে। তাতেই চাপে পরে যাচ্ছে ব্যাটারেরা। ফাইনালেও এমনটা হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করছে বিশ্বনাথ। একই সঙ্গে স্পিনারেরা তাদের দায়িত্ব পালন করছে নিখুঁত ভাবে। রান আটকে উইকেট এনে দেওয়ায় বুম রার জুড়ি নেই।

অপরদিকে ওপেনার রোহিত প্রথম দিকে পাওয়ার প্লে তে আক্রমণাত্মক শুরু করছে। ফলে পরবর্তী ভারতীও ব্যাটসম্যানেরা খেলতে পারছে কিছুটা চাপমুক্ত হয়ে। লম্বা সময় নিয়ে দায়িত্বশীল ব্যাটিং করছে বিরাট কোহলি। ফাইনালে বিরাট একই খেলা খেললে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু দর্শকদের ধারনা, হারার আগে হারবে না অস্ট্রেলিয়া। ম্যাচে লড়াই হবে হাড্ডাহাড্ডি। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর