বুথ

ব্যুরো নিউজ, ২০ নভেম্বর: বুথ পাহারায় জোর দিচ্ছে রাজ্য বিজেপি 

আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের নির্বাচনী বুথগুলিতে আরও পাহারা বাড়ানোর উদ্যোগ নিলো রাজ্য বিজেপি। আর সেই উদ্দেশ্যেই দলের যুব মোর্চা রাজ্য নির্বাহী সমিতির বৈঠকে সেই দায়িত্ব সম্পর্কেই সকলকে সচেতন করা হয়েছে। ইতিপূর্বে ওই একই উদ্দেশ্যে ৫ দফা কর্মসূচী নিয়েছিলো রাজ্য বিজেপি। তাতে ৬০ শতাংশ উন্নতি হলেও বহু জায়গায় ফাঁক রয়ে গেছে।

গড়ফা থানার পাঠানো নোটিশে হাজির ভাঙরের বিধায়ক

বিজেপি নেতাদের মতে, বিগত সমস্ত নির্বাচনে দেখা গেছে সঠিক বুথ পাহারার অভাবেই হারতে হয়েছে বহু আসনে। তাদের সম্ভাব্য আসনেও জয় ছিনিয়ে নিয়েছে তৃনমূল। এবার ডিসেম্বর মাস থেকেই নির্বাচনীর কাজ শুরু করতে চায় বিজেপি। সেই জন্যে যুব মোর্চাকে তৃনমূল সরকার বিরোধী জনসভা ও মিছিল মিটিং আরও বেশি করে করার নির্দেশ দিয়েছে।

দলের যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ জানিয়েছেন, দলের বড় সমাবেশে যুব মোর্চা গুরুত্বপূর্ণ ভুমিকা নেবে। দল কোন বাড়তি দায়িত্ব দিলেও তা তারা পালন করবেন। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর