ব্যুরো নিউজ, ১ অক্টোবর: বিষ্ণুপুরে অঘটন | দেওয়াল চাপা পড়ে ৩ শিশুর মৃত্যু

একটানা লাগাতার বৃষ্টি। বৃষ্টির জেরে মাটির দেওয়াল নরম হয়ে ভেঙ্গে দুর্ঘটনা। মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় ৩ শিশুর। ঘটনায় শোকের ছায়া এলাকায়।

জলঙ্গি নদীর বিলে সন্ধ্যারতীতে বেনারসের সন্ন্যাসীরা

ঘটনাটি বাঁকুড়ার বিষ্ণুপুর থানার বাকাদহের বোড়ামারা গ্রামের। জানা যায়, শনিবার সকালে একটি বাড়ির পাশে বসে খেলা করছিল ৩ শিশু। আচমকা সেই বাড়ির মাটির দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে শিশুদের উপর। এরপরেই এলাকায় মানুষজন ছুটে আসে। শিশুদের পরিবারের লোকজন মাটির বাড়ির দেওয়াল সরিয়ে তিন শিশুকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। সেখানে ৩ শিশুকেই মৃত বলে ঘোষনা করে চিকিৎসক। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। বৃষ্টির কারনে মাটির দেওয়াল জলে ভিজে নরম যায়। আর তার জেরেই এই মর্মান্তিক দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর