ইভিএম নিউজ ব্যুরো, ১১ মেঃ ( latest News) বিশ্ব ঐতিহ্যের নিরিখে বিশ্বভারতীকে সেরার তকমা দিতে চলেছে ইউনেস্কো। সাংস্কৃতিক ঐতিহ্যের বিচারে এই স্বীকৃতি। ইউনেস্কোর বিচারে এযাবতকালে বিশ্বের ঐতিহ্যশালী বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে শ্রেষ্ঠ বিশ্বভারতী। চলতি বছরের সেপ্টেম্বর মাসেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করবে ইউনেস্কো।
এই স্বীকৃতির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে ট্যুইট করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। ট্যুইটে তিনি লিখেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।পশ্চিমবঙ্গের মানুষের পক্ষ থেকে এবং বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গুণমুগ্ধ মানুষজনের পক্ষ থেকে।
পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়েছে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারের পরামর্শদাতা কমিটি ICOMOS এ ব্যাপারে সুপারিশ করেছে”। (EVM News)