ভারত-2
স্পেন-0
দুরন্ত জয় দিয়ে বিশ্বকাপ হকির অভিযান শুরু করল ভারত। রৌরকেলায় বিশ্বের অন্যতম সেরা হকি স্টেডিয়ামে ভারত বিশ্ব হকির অন্যতম শক্তিশালী স্পেনকে 2-0 গোলে উড়িয়ে দিল। বীরসা মুণ্ডা স্টেডিয়ামে বিশ্ব হকির এগিয়ে থাকা দেশ স্পেনের বিরুদ্ধে ভারতের প্রায় নবীন দল অসাধারণ হকি উপহার দিয়ে জয় তুলে নিলো ভারতের প্রাক্তন হকি তারকা যুগরাজ সিং-এর ভাইপো হার্দিক সিং ও ভূমিপুত্র অমিত রোহিদাসের জোড়া গোলে। হরমনপ্রীত সিং-এর ভারতীয় দল আরো গোলের সংখ্যা বাড়াতেই পারতো। ভারত এর মধ্যে একটি পেনাল্টি স্ট্রোকের সুযোগ হাতছাড়া করে।
হার্দিকের প্রায় গোটা পরিবারের ভারতীয় হকির সঙ্গে সখ্য রয়েছে। তাঁর পরিবারের মহিলা, পুরুষ একাধিক সদস্য ভারতীয় দলের সদস্য ছিলেন। ফলে হার্দিকের ভারতীয় দলের জার্সি পরাটা একেবারেই ব্যতিক্রমী নয়। ইতিমধ্যেই এই মিডফিল্ডার হার্দিক অলিম্পিক্স পদক ঘরে তুলেছেন। এবার বিশ্বকাপের পরশ পেতে তৎপর হয়ে। স্পেনের বিরুদ্ধে হাফলাইনে ভরসা দিলেন হার্দিক। অন্যদিকে ওড়িশার অমিত বাড়তি সমর্থন নিয়ে টার্ফে নেমে দুরন্ত গোল করে মাতিয়ে দিলেন।