
এফআইএইচ প্রো-লিগে ভারতীয় পুরুষ হকি দলের চোখ ধাঁধানো পারফর্মেন্স
ইভিএম নিউজ ব্যুরো,১৪ মার্চঃ এফআইএইচ পুরুষ প্রো-লিগে টানা তৃতীয় জয় পেল ভারত। সোমবার রাউরকেল্লার বিরসা মুন্ডা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে আবারও পরাজিত করেছে। ম্যাচের শুরু থেকেই চমকপ্রদ পারফরম্যান্স করেছে ভারত। যদিও প্রথম কোয়ার্টারের শেষে ভারত ১-২ এ পিছিয়ে পড়ে। কিন্তু দ্বিতীয় কোয়ার্টারে পরপর তিন গোল করে ৪-২ লিড নিয়ে হাফ-টাইমের বিরতিতে যায়। প্রথমার্ধে ভারতের হয়ে চারটি গোল করেন হরমনপ্রীত সিং,