ব্যুরো নিউজ, ২৮ সেপ্টেম্বর: বিশ্বকাপের সাফল্য কামনায় তিরুমালায় পুজো দিলেন গম্ভীর
আর সপ্তাহখানেক পরেই বিশ্বকাপ। এক এক করে ভারতের আসছে বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলি। বুধবার রাতে হায়দরাবাদে এসেছেন বাবর আজমরা। ইতিমধ্যে নিউজিল্যান্ড টিমও ভারতে পৌঁছে গিয়েছে। ভারতে শেষ বিশ্বকাপ এসেছে ১১ বছর আগে। তাই প্রতিটি ভারতবাসীর প্রার্থনা, রোহিত শর্মার নেতৃত্বে বিশ্বকাপ জিতুক ভারতীয় ক্রিকেট টিম।
সদ্য অন্ধ্রপ্রদেশের তিরুমালা মন্দিরে সস্ত্রীক পুজো দিয়ে বিশ্বকাপে ভারতের সাফল্য প্রার্থনা করেন দেশের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। সোনালি পাড়ের সাদা ধুতি ও গায়ে পাট্টা পরে পুজো দিয়ে বেরিয়ে গৌতম বলেন, “ভারতীয় দলকে আসন্ন বিশ্বকাপের জন্য শুভেচ্ছা। নিঃসন্দেহে এই মুহূর্তে ১৪০ কোটি ভারতীয়, টিম ইন্ডিয়ার সাফল্যের জন্য প্রার্থনা করছেন। আমার মনে হয়, এ বারের বিশ্বকাপে ভারতের জেতার প্রবল সম্ভবনা রয়েছে”।
আগামী ৫ই অক্টোবর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। তবে ভারতের বিশ্বকাপ যাত্রা শুরু হবে ৮ অক্টোবর, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া । সম্প্রতি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের মাটিতে ৩ ম্যাচের ওডিআই সিরিজে জিতেছে ভারত। ইভিএম নিউজ