সার্টিফিকেট

ব্যুরো নিউজ, ৩০ নভেম্বর: বিরাটকে সার্টিফিকেট শচীনের 

খেলার মাঠে ব্যাট হাতে তিনি ছিলেন প্রায় কিংবদন্তী। একদিনের ক্রিকেটে তাঁর সেঞ্চুরির সংখ্যা ৪৯। সেই শচীন টেন্ডুলকার এইবার দরাজ সার্টিফিকেট দিলেন বিরাট কোহলিকে। একটি ইউ টিউব চ্যানেলে শচীন জানান, বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে সেঞ্চুরির মতো বিরাট রান না পেলেও, ও এখনো ফুরিয়ে যায়নি। এখনো তাঁর ব্যাট থেকে রান আসবে।

ওয়াকফ: কমছে কলকাতার পুরকর আদায়

বিরাট একদিনের ক্রিকেটে তাঁর রেকর্ড ভেঙ্গে ৫০ টি শতরান করায় তিনি তৃপ্ত। তবুও ওর যাত্রা এখানে শেষ হবেনা। বিশ্বকাপ ক্রিকেটে ১১ ম্যাচে বিরাটের রান ছিল ৭৬৫। তার মধ্যে ৩ টি শতরান ও ২ টি অর্ধশত রান ছিল। শচীন জানান, কোহলির রানের খিদে প্রবল। জয়ের তাগিদ তাঁকে নিয়ে যাবে সাফল্যের শিখরে।

সদ্য সমাপ্ত বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে বিরাট অর্ধশতর একটু বেশি রান করে। কিন্তু প্রত্যাশা ছিল অনেক বেশি। বিশ্বকাপে ২০০৩ সালে শচীনের মোট রান ছিল ৬৭৬। সেটিও বিরাট এইবার ভেঙ্গে দিয়েছে। শচীন বলেন, আমার ভালো লাগছে যে রেকর্ড ভাঙ্গার এমন কীর্তি ভারতের দখলে থাকছে। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর