বিরসা

ব্যুরো নিউজ, ১৭ নভেম্বর: বিরসা মুন্ডার ১৪৮ তম জন্মজয়ন্তী উদযাপন



পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে কালনার ১ নং পঞ্চায়েত সমিতির সভা কক্ষে বীর শহীদ বিরসা মুন্ডার জন্মজয়ন্তী পালিত হয়। এদিন বিরসা মুন্ডার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলাশাসক পূর্ণেন্দু মাজী, মহকুমা শাসক শুভম আগরওয়াল, সাংসদ সুনীল কুমার মণ্ডল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আরতি খান প্রমুখ। 
ফিল্মি কায়দায় আগ্নেয়াস্ত্র নিয়ে ছিনতাই! সিভিকের তৎপরতায় উদ্ধার ৫ লক্ষ টাকা
আদিবাসী মহিলাদের নৃত্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এদিন জেলার আদিবাসী সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিত্ব জনক হাঁসদা, লোকনাথ মুর্মু ও শ্যামল বাস্কেকে সন্মানিত করা হয়।

অনুষ্ঠানে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, "অতীতে আদিবাসীদের নিয়ে রাজনীতি হয়েছে। তেমন কোনও উন্নয়ন হয়নি। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের প্রকৃত উন্নয়নের মধ্যে দিয়ে সমাজে তাঁদের মাথা উঁচু করে বাঁচার অধিকার দিয়েছেন।"
আদিবাসী সমাজের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, "বিরসা মুন্ডার জন্মদিনে ছুটি ঘোষণা করেছেন। জেলায় শিক্ষাশ্রী প্রকল্পে ১ লক্ষ ৮২ হাজার আদিবাসী পড়ুয়া ১৪ কোটি টাকার বেশি সুবিধা পেয়েছে। স্কলারশিপে ৬ কোটি টাকা দেওয়া হয়েছে। আদিবাসী ১০টি স্কুল রয়েছে। হস্টেলে ১৮ হাজার পড়ুয়া বিনামুল্যে থাকা খাওয়ার সুবিধা পেয়েছে। প্রায় ১ লক্ষ আদিবাসী সম্প্রদায়ের হাতে জাতিগত শংসাপত্র দেওয়া হয়েছে। তাই আদিবাসীদের জন্য কেউ যদি ভেবে থাকেন তা আমাদের মুখ্যমন্ত্রী ভেবেছেন। এর জন্য আমরা তাঁর কাছে কৃতজ্ঞ"। 

অন্যদিকে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের সাহাপুর গ্রামে বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে তার একটি পূর্নাবয়ব মূর্তি স্থাপন করা হয়। এই উপলক্ষে সারা ভারত মুন্ডা সমাজের পক্ষ থেকে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এদিন বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়।

সারা ভারত আদিবাসী ওড়াও পরিষদ, ভারত মুন্ডা সমাজ-সহ বিভিন্ন আদিবাসী সংগঠনের শিল্পী ও সদস্যরা অংশ নেয়। ধামসা মাদলের তালে মুখরিত হয়ে ওঠে গোটা সাহাপুর গ্রাম। ফিতে কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী স্বপন দেবনাথ। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর