বিরলতম

ব্যুরো নিউজ, ২৭ অক্টোবর: বিরলতম সুড়ঙ্গ তৈরি করে গড়ল ইতিহাস!

বিরলতম এক সুড়ঙ্গ করে ইতিহাস লিখল ভারতের বর্ডার রোডস অর্গানাইজেশন। জম্মু ও কাশ্মীরের উত্তরাংশের একটা বড় অংশই দুর্গম। এই অবস্থায় এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াই দুষ্কর। 
DA বাড়ানোকে কেন্দ্র করে রাজ্য সরকারের বড় ঘোষণা

জাতীয় সড়ক ১৪৪এ-তে আখনুর ও পুঞ্চ-এর মধ্যে যোগাযোগ তৈরির জন্য এই সুড়ঙ্গ তৈরি করা হয়। তবে দুর্গম জায়গায় ২৬০ মিটার লম্বা এই সুড়ঙ্গ তৈরি করা ছিল অত্যন্ত চ্যালেঞ্জের।

এই বিষয়ে বর্ডার রোডস অর্গানাইজেশন-এর তরফে জানানো হয়, অত্যন্ত বিরূপ আবহাওয়ার সঙ্গে লড়াই করে এই সুড়ঙ্গ তৈরি করা সহজ ছিল না। প্রবল বৃষ্টি, পাহাড়ি এলাকার ধস এই সকল প্রতিকূলতার সঙ্গে লড়াই করে তৈরি করা হয়েছে কান্দি টানেল।

এই রকম প্রয়োজনীয় টানেল তৈরি করে সড়ক যোগাযোগকে অত্যন্ত সহজ করে তোলার চেষ্টা চলছে জোরকদমে। কান্দি টানেল সেই উদ্যোগে এক নতুন পালক যোগ করল। যা আগামী দিনে আখনুর ও পুঞ্চের যোগাযোগকে আরও সুগম করে তুলবে। এমনটাই সংবাদ সংস্থার মাধ্যমে জানা যাচ্ছে। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর